স্বরূপকাঠিতে ভূমিসেবা সপ্তহ ২০২৩ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা
- স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
-
২০২৩-০৫-২২ ০৯:৩৬:২২
- Print
স্বরূপকাঠিতে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি রেলি শুরু হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেষ হয়। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আলতাফ হোসেন প্রমুখ।