ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
নীলফামারীতে আন্তঃজেলা চোরচক্রের সদস্যসহ গ্রেফতার চার
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৫-২১ ১৪:১৭:৪০
নীলফামারীতে চুরি হওয়া মালামালসহ চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে একজন আন্তঃজেলা চোরচক্রের সদস্য রয়েছে। রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার চোরেরা হলো জেলা শহরের পূর্বকুখাপাড়া এলাকার শরিফুল ইসলাম ওরফে পিচ্চি(৩১), রেজাউল হক বাদল ওরফে রেজবুল(২৯), রোমান ইসলাম ওরফে রুমন(২২) ও সৈয়দপুর উপজেলার আদানীর মোড় এলাকার আলিফ(২৪)। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে। রবিবার বিকেলে নীলফামারী থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতার চোরেরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। পুলিশ জানায়, ১৩মে জেলা শহরের থানাপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়ির তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরের নেতৃত্বে প্রযুক্তির সহায়তায় চার চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযানে চুরি হওয়া একটি ল্যাপটপ, এলইডি টিভি, দুটি সেচ পাম্প, একটি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুক্তারুল আলম জানান, বিভিন্ন থানায় আসামী শরিফুল ইসলাম ওরফে পিচ্চির বিরুদ্ধে ১৭টি ও রেজাউল হক বাদল ওরফে রেজাবুলের বিরুদ্ধে ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধিন রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ