ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে মাসব্যাপী বৃক্ষ রোপণ ও বৃক্ষ চারা বিতরণ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৫-২১ ১৪:১৩:৫৮
'সবুজে সাজাই বাংলাদেশ' এই শ্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাব শুরু করেছে মাসব্যাপী বৃক্ষ রোপণ অভিযান এবং বৃক্ষ চারা বিতরণ কার্যক্রম। রবিবার (২১ মে) বেলা সাড়ে ১২ টায় দিনাজপুরের কাশীপুর মাধ্যমিক বিদ্যালয় ও দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন,প্রকৃত ও জীবন ক্লাব-দিনাজপুরের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় প্রকৃতি ও জীবন ক্লাব দিনাজপুরের উপদেষ্টা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ডা.শহিদুল ইসলাম খান,দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু,দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সামিউল আলম কুরশি, সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব দুলাল,প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন,আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সিনিয়র সহ-সভাপতি এস.এম খালেকুজ্জামান রাজু,চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার এবং প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সমন্বয়ক শাহ্ আলম শাহী, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম,প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সদস্য সচিব সৈয়দ সায়েম হোসেন,অর্থ সম্পাদক মিনারুল ইসলাম মিনার, স্বাস্থ্য ও ক্রীড় সম্পাদক বিশিষ্ট ধরাভাষ্যকার সৈয়দ রফিকুল ইসলাম রফিক,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকিদ হায়দার শিপন,নির্বাহী সদস্য মোসাদ্দেক হোসেন,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,মো: মিরাজুল ইসলাম, স্কাউটস কমিশনার মাতলুবুল মামুন,সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল,যুগ্ম-আহবায়ক আতিকুল ইসলাম আ‌তিক,শহর সেচ্ছা‌সেবকলীগের সভাপ‌তি মোঃ সবুজ প্রধান, রোভার স্কাউট মো: রাব্বি হোসেন,কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য মো: আব্দুর রাজ্জাক, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসউদ আলম,দানিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লিয়াকত আলী, রোভার স্কাউটস কমিশনার মো: জালাল উদ্দীন, মো: জয়নাল আবেদীন, আলহাজ্ব বেলায়েত হোসেন।দিনাজপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক কৌশিক বোস,সাংবাদিক মিজানুর রহমান ডোফুরা,প্রশান্ত জুন,সুকুমার রায়,চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আরমান হোসেন বরকত,আওয়ামীলীগ নেতা এমদাদুল হক মিলন,ওহিদুজ্জামল্মান,শশরা ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি সাজ্জাদ হোসেন,সাধারণ সম্পাদক কাউয়ুম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাব মাসব্যাপী বৃক্ষ রোপণ অভিযান এবং বৃক্ষ চারা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে,দিনাজপুরের কাশীপুর মাধ্যমিক বিদ্যালয় ও দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে এক কিলোমিটারে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ এবং তিনশত বৃক্ষ চারা শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। রোপণ ও বিতরণ করা হয় বকুল,সোনালু,জাম, দেশি জাতনিম লেবু,জাম্বুরা,পেয়ারাসহ বিভিন্ন ফলদ,বনজ, ঔষধি গাছের চারা। বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘেরাও করার পাশাপাশি প্রকৃতির ঝুঁকি মোকাবেলায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ে তোলার জন্য বৃক্ষরোপণ করে চলেছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে প্রশস্ত দিনাজপুর-ফুলবাড়ী মহা সড়কে বৃক্ষশুন্য এক কিলোমিটার সড়কে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ তিনশত বৃক্ষ চারা শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। মাসব্যাপী এই কর্মসুচির উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৃত ও জীবন ক্লাব-দিনাজপুরের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, 'দেশের উন্নয়ন বাস্তবায়ন,প্রকৃতিকে সুস্থভাবে ধারন ও মানবতার সেবায় নীরব ভাবে কাজ করে যাচ্ছে, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশের উন্নয়ন ও মনন বিকাশের পাশিপাশি দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা করে আসছে,প্রকৃতি ও জীবন ক্লাব।সরকারের পাশাপাশি প্রকৃতি ও জীবন ক্লাবের এ মহতি উদ্যোগ অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা সবার।' বৃক্ষ রোপণ অভিযান এবং বৃক্ষ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধনি অনুষ্ঠানে আয়োজক, অতিথি, গুণিজন, শিক্ষক-শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনাজপুরের কাশীপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বর,ল ও পাশ্ববর্তী দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক।অনুষ্ঠানটি পরিনত হয় মিলন মেলায়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী