ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
  • ২০২৩-০৫-২১ ১৪:১০:৩০
পটুয়াখালী পুরাতন বাজার মিঠাপুকুর পাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী সহ ২৮ পরিবারের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করেছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতান আহমেদ মৃধা। রোববার (২১মে) বেলা ১১টায় স্থানীয় টাউন স্কুল মাঠে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার নগদ পাঁচ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা, শাড়ি, লুঙ্গি, কম্বল ও রান্না করার সরঞ্জাম তুলে দেয়া হয়। সহায়তা প্রদানকালে সুলতান আহমেদ মৃধা বলেন, আমি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঠিকই কিন্তু আমি একজন শেখ হাসিনার কর্মী। আমি আপনাদের একজন। আপনারা আমাকে ভোট দিয়ে এক সময় পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান বানিয়েছিলেন। উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। আজ আমি আপনাদের পাশে আছি। কিন্তু বিএনপির কেউ কিন্তু আজ আপনাদের পাশে এগিয়ে আসে নাই। এটি আপনারা খেয়াল রাইখেন। রাজনীতি করতে এসে যদি মানুষের উপকারে না আসতে পারি তাহলে রাজনীতি করে লাভ কি। বিএনপি কিসের রাজনীতি করে যে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে না। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী