ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কৃষকের পাশে কৃষকলীগ
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৫-২০ ১০:১৮:৩৯
নীলফামারীতে চার কৃষকের আট বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন জেলা কৃষকলীগের নেতা কর্মীরা। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের হরতকিতলা ও ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা গাবেরতল এলাকায় এই ধান কর্মসুচী পালন করা হয়। কর্মসুচীতে নেতৃত্ব দেন জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ। কর্মসুচীতে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, পৌর সভাপতি ফজলার রহমান, জলঢাকা উপজেলা সভাপতি রুহাদ ফারুক, নীলফামারী পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর রতনা রায় ও ইটাখোলা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ ৩০জন অংশ নেন। হরতকিতলায় কৃষক জিয়াউর রহমান এবং গাবেরতল এলাকায় কৃষক যাদু মিয়া, স্বাধীন ইসলাম ও রবিউল ইসলামের ধান কেটে দেয়া হয়। কৃষক জিয়াউর রহমান জানান, বর্গা নিয়ে বোরো আবাদ করেছি এবার। শ্রমিক পাওয়া যাচ্ছে না পাশাপাশি হাতে অর্থ সংকটের মধ্যে কৃষকলীগ আমার পাশে দাঁড়িয়ে বিরাট উপকার করলো। জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির আহবানে নীলফামারীতে অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়া হয়। যারই অংশ হিসেবে ধান কাটা কর্মসুচী পালন করা হচ্ছে। এরআগে কুন্দপুকুর ইউনিয়নে ফজলার রহমান নামে এক কৃষকের তিন বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেই আমরা।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী