পটুয়াখালীতে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৫
- এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
-
২০২৩-০৫-২০ ১০:১৪:২৭
- Print
পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকাল ১০টায় পটুয়াখালী শহরের বনানী এলাকায় দলীয় কার্যালয়ে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টুর বক্তব্য চলাকালে বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মীরা বি এনপির সমাবেশে হামলা শুরু করলে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর ছড়িয়ে পরলে জেলা যুবলীগ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ঘটনাস্থলে পৌছলে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পনের থেকে ২০মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাদানে গ্যাস নিক্ষপ করে। এ ঘটনায় উভয় দলের অন্তত ১৫জন আহত হবার খবর পাওয়া গেছে। এসময় সাংবাদিক মশিউর রহমান বাবলু ইটের আঘাতে আহত হয়। অন্য আহতদের নাম পাওয়া যায়নি। জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির অভিযোগ শান্তিপূর্ন পরিবেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আমাদের ১০থেকে ২০জন কর্মীকে আহত করেছে। অপরদিকে জেলা ছাত্রলীগের সেক্রেটারী তানভির হাসান আরিফ বলেন, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আমরা মিছিল করলে বিএনপির গুন্ডারা আমাদের উপর হামলা চালায়, এতে আমাদের কয়েকজন আহত হয়েছে।