ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ভারতের কেরালায় ১৯১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
  • ডেস্ক রিপোর্ট :
  • ২০২০-০৮-০৭ ২১:৩৪:৫৭

ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত ৭টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। এনডিটিভি জানায়, দুবাই থেকে কোঝিকোড়ে ফেরার সময় ভারি বৃষ্টির মধ্যে অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে বোয়িং-৭৩৭ বিমানটি দুইভাগে বিভক্ত হয়ে যায়। হতাহতের সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছে।

বিমানটিতে ১৭৪ জন আরোহী, ১০ শিশু, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয় এক টুইট বার্তায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে তড়িৎ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশও দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি টুইটারে শোক জানিয়েছেন।

  ইসরায়েলের হামলায় গাজার শেষ হাসপাতালটিও বন্ধ
ইন্টারপোলের লাল তালিকায় ৬৩ বাংলাদেশি
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের