ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
নীলফামারীতে ওর্য়াল্ড ভিশনের উদ্যোগে প্রমিলা প্রীতি ফুটবল
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৫-১৮ ০৫:৪৬:৪১
মে মোমেন্ট উপলক্ষে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ওর্য়াল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রজেক্ট অফিস। গতকাল বিকেলে জেলা শহরের মশিউর রহমান ডিগ্রী কলেজ মাছে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে নীলফামারী শহরের র্প্বু কুখাপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও পলাশবাড়ি শিশু ফোরাম প্রতিদ্বন্ধিতা করে। খেলায় ২-০ গোলে জয় পায় পুর্ব কুখাপাড়া মাধ্যমিক বিদ্যালয় দল। খেলা শেষে দুই দলের হাতে ট্রপি তুলে দেন ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া অফিস প্রধান লোটাস চিসিম। এ সময় সংস্থার প্রোগ্রাম অফিসার মৈত্রি ¯œাল ও নীলফামারী পৌরসভার নারী ওয়ার্ড কাউন্সিলর রতনা রায় উপস্থিত ছিলেন। এরআগে বেলুন উড়িয়ে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া অফিস প্রধান লোটাস চিসিম বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে মে মাসজুড়ে প্রচারণা মুলক নানা কমসুচী পালন করছে সংস্থাটি। সভা-সেমিনার, আলোচনা সভা, মতবিনিময়, লিফলেট বিতরণ, প্রশাসনের সাথে মতবিনিময়, প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচসহ নানা কর্মুসচী পালন করা হচ্ছে মাস জুড়ে। এরই অংশ হিসেবে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় যাতে নারীদের এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখানো হয়।
ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স