ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফুলবাড়ীতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের উদ্বোধন
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০৫-১৮ ০৫:৩১:০৮
সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তারই ধারাবাহিকয়তা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখায় সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদা বেগম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মওদুদ সুজন, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়ালসহ আর অনেকে। সভায় আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণের স্বার্থে আসন্ন সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। ব্যক্তি নয়, দলকে প্রাধান্য দিয়ে দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে হবে। সকল নেতৃবৃন্দকে দায়িত্ব নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী