ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৫-১৮ ০৫:২৭:১৫
নীলফামারীতে বাল্য বিবাহ প্রতিরোধে এক কর্মশালা বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রজেক্ট এর আয়োজন করে। এতে ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম, খোকশাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান প্রশান্ত রায় বক্তব্য দেন। একটি শিশুও যাতে বাল্য বিয়ের শিকার না হয় এজন্য সম্মিলিত ভাবে সচেতনতা সৃষ্টির আহবান জানানো হয় কর্মশালায়। ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম জানান, মে মোমেন্ট এর অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। বাল্য বিবাহ প্রতিরোধে নীলফামারী পৌরসভাসহ তিনটি ইউনিয়নে গ্রাম কমিটির মাধ্যমে সচেতনতা মূলক নানা কর্মসুচী পালন করা হচ্ছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী