ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে লাঠিয়াল বাহিনী দিয়ে কৃষকের ধান কর্তন
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৫-১৭ ১২:৪৮:৩২
দিনাজপুরের পার্বতীপুরে জনৈক ভূমিদশ্যু ও ইউপি মেম্বারের নেতৃত্বে এক দুর্ধর্ষ লাঠিয়াল বাহিনী নজরুল ইসলাম নামের এক সাধারন কৃষকের সাড়ে ৪৬ শতক জমির ধান কেটে নিয়ে গেছে। পুলিশ ঘটনা তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা কেটে নেওয়া ধান উদ্ধারের ব্যবস্থা করতে পারেনি। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ৮ ঘটিকার সময় উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারপাড়া গ্রামে। ক্ষতিগ্রস্থ নজরুল ইসলাম বিকেল ৩টায় স্থানীয় শ্রীমন বাগানবাড়ী ক্যাফেতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। নজরুল ইসলাম জানায়, তার ভোগদখলীয় জমিতে তিনি ইরি- ১৬ জাতের ধান রোপন করেছিলেন। ধানসমুহ কাটা ও বাজারজাত করার উপযোগী হয়েছিল। কিন্তু তার পূর্বেই একই গ্রামের জহুরুল ইসলাম ও ৫নং ইউনিয়নের ইউপি সদস্য রিয়াজুল ইসলামের নেতৃত্বে ভাড়াটিয়া ৫০/৬০ জন অস্ত্রধারী লাঠিয়াল বাহিনী নজরুল ইসলামের জমির সমস্ত ধান কেটে নিয়ে যায়। নজরুল ইসলাম বলেন, ঘটনার সময় তাদেরকে বাধা প্রদান করলে রিয়াজুল মেম্বারসহ ৬জন চিহ্নিত সন্ত্রাসী ধারালো হাসুয়া, ছোরা নিয়ে তাকে ধাওয়া করে। এসময় তিনি চিৎকার করে নিজ বাড়িতে এসে আশ্রয় নিয়ে জীবন রক্ষা পায়। ঘটনাটি সরেজমিনে অনুসন্ধান করতে ঘটনাস্থলে গেলে জহুরুল ইসলামের স্ত্রী সামছুন্নাহার অকপটে নজরুল ইসলামের জমির ধান কাটার বিষয়টি স্বীকার করে বলেন, আমার স্বামী জহুরুল ইসলাম লোকজন দিয়ে ধান কেটেছে,ওদের কি করার আছে করুক। গ্রামের অনেকেই অভিযুক্তদের দ্বারা ধান কাটার বিষয়টি নিশ্চিত করেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত অভিযুক্তদের বিরুদ্ধে থানায় ধান কাটার অভিযোগ দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমানিত হয়েছে। মামলা রেকর্ডের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী