ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিএনপির কোন ষড়যন্ত্রই কাজে আসবে না, সঠিক সময়ে নির্বাচন হবেই - ভোলায় তোফায়েল আহমেদ
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৫-১৭ ১১:৫১:৩৮
বিএনপি যত ষড়যন্ত্রই করুক কোন কাজে আসবে না , সঠিক সময়ে নির্বাচন হবেই, কোন ষড়যন্ত্রই নির্বাচনকে ঠেকিয়ে রাখতে পারবেনা। বরং বিএনপি নির্বাচনে না এলে আস্তাকুরে চলে যাবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী ও ভোলা - ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি আরো বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামীলীগ নাকি ক্ষমতা হারানোর ভয়ে আছে, বরং বিএনপিই ভয় পেয়ে নির্বাচনে আসতে চায় না। বিএনপির একটাই কাজ শুধু সরকারের বদনাম করা দেশের কোন উন্নয়ন তারা করতে পারে না। আওয়ামীলীগের শাসন আমলে বাংলাদেশ বিশ্বের কাছে কতটা সুনাম অর্জন করেছে । বিএনপি ষড়যন্ত্রই করছে, এবং করবে, সুতারাং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আওয়ামীলীগ যদি ঐক্য বদ্ধ হয়ে কাজ করে তাহলে পৃথিবীর কোন শক্তি নাই আওয়ামীলীগের কোন ক্ষতি করতে পারবে। প্রত্যেককে পারা মহল্লায় এখন থেকেই কাজ করতে হবে কারন নির্বাচনের বাকী ৫ /৬ মাস আছে। বুধবার সকাল ১১ টায় জেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামীলীগের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে ভোলা সদর পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তার মেয়ে ডাক্তার তাসলিমা আহমেদ মুন্নী, ভোলা পৌর মেয়র আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইউনুস, সদর উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, এছাড়া পৌর আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী