ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
'অপরাজিতা’ প্রকল্পের উদ্যোগে অভিজ্ঞতা সভা
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৫-১৭ ১১:৪৬:১৬
নীলফামারীতে স্থানীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহণবৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের ডেমক্রেসিওয়াচ হলরুমে এই সভার আয়োজন করে ‘অপরাজিতা’ নারীর ক্ষমতায়ন প্রকল্প। সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকির সভাপতিত্বে অপরাজিতা প্রকল্পের প্রকল্প-কো-অর্ডিনেটর ফিরোজ মো. নূরন নবী যুগল এতে স্বাগত বক্তব্য দেন। স্থানীয় সরকারে নারী জনপ্রতিনিধিদের কার্যক্রম ও নারীর ক্ষমতায়ন অভিজ্ঞতা তুলে ধরেন গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক নারী ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি ও বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রোমানা আকতার। অপরাজিতা প্রকল্পের প্রকল্প-কো-অর্ডিনেটর ফিরোজ মো. নূরন নবী যুগল বলেন, সরকারী বিভিন্ন দফতর নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সে সবে সহজ সুযোগ সৃষ্টি এবং নারীদের এগিয়ে নিতে সংশ্লিষ্ঠ বিভাগের প্রধানদের সাথে সমন্বয় করার জন্য এই সভার আয়োজন করা হয়। এরফলে তৃণমুলের নারী প্রতিনিধিদের সাথে কর্মকর্তাদের লিংকেজ তৈরি হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর ছাড়াও প্রাথমিক শিক্ষা, কৃষি, সমাজ সেবা, পরিবার পরিকল্পনা বিভাগের শীর্ষ কর্মকর্তাগন এতে উপস্থিত ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী