ফরিদপুরে স্টুডেন্ট নার্স এ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা ও বিক্ষোভ র্যালী অনুষ্ঠিত
- সোহাগ জামান, ফরিদপুর
-
২০২৩-০৫-১৭ ০৩:০৫:৪৫
- Print
নার্সিং ও মিডওয়াইফারী কোর্সের সাথে কারিগরি কোর্সের সমমান করার প্রতিবাদে ফরিদপুরে স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের প্রতিবাদ সভা ও বিক্ষোভ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় শহরের পশ্চিম খাবাসপুর থেকে এক বিক্ষোভ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টা ব্যাপী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখা ও পরিচর্যা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্টুডেন্ট নার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মিতু, সাধারন সম্পাদক রোমান মিয়া, সঞ্জয় বৈরাগী, লিখন পাল।
এসময় বক্তারা অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারী কোর্সের সাথে কারিগরি কোর্সের সমতা বাতিলকরনসহ ৫ দফা দাবী তুলে ধরেন।
এসময় বক্তরা আরো বলেন তাদের এ দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।