তালায় একইদিনে ৩ জনের বাল্যবিবাহ বন্ধে নিষেধাজ্ঞা
- শাহেদ উল্লাহ শাহেদ, সাতক্ষীরাঃ
-
২০২৩-০৫-১৬ ১৩:১৫:১৩
- Print
একইদিনে দুই কিশোরী ও এক বালকের বাল্যবিবাহের উদ্যোগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।সোমবার ১৫ই মে তালা উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা নাজমুন নাহার এ আদেশ জারি করেন।তালা উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা নাজমুন নাহার বলেন তালা উপজেলা মাগুরা ডাংগা গ্রামের আকিমুদদীনের পুএ নাইমুর রহমানের সাথে মাগুরা গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ে,বিয়ের খবর শোনা যায়।বিষয় টি জানতে পেরে সোমবার সকালে তাদের কে মহিলা বিষয়ক কমকর্তার কাযলয় হাজির করা হয়।অপর দিকে দোহার গ্রামের মৃত শেখ নজরুল ইসলামের ছেলে শেখ আবুহেনার সাথে পার্শ্ববর্তী এলাকার এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর বাল্যবিবাহ ঠিক হয়। তাদেরকেও হাজির করা হয়। এ সময় মহিলা বিষয়ক কার্যালয়ে হাজির হয়ে তারা ঐ কিশোর কিশোরীদের বাল্যবিবাহ দেবেন না এই মর্মে মুচলেকা প্রদান করেন।