ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত
  • সোহাগ জামান, ফরিদপুর
  • ২০২৩-০৫-১৬ ১৩:০৯:৪৭
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট ঘোপঘাট এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেলের তিন আরাহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিক। স্থানীয় এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানায়, কামারখালী থেকে একটি মোটর সাইকেলযোগে তিন যুবক মধুখালীর বাঘাট নিজ বাড়ীত আসছিল। এসময় তারা বাঘাট এলাকার ঘোপঘাট পৌছালে প্রচন্ড ঝড়ে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙ্গে পড়ে মোটর সাইকেলের উপর পড়লে তারা রাস্তায় ছিটকে পড়ে। এসময় মাগুড়াগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিল ঘটনাস্থলেই তারা মারা যায়। নিহতরা হলেন, মধুখালী উপজেলার বাঘাট ইউনিয়নের হোসাইন, নাহিদ ও জোবায়ের। তাদর সকলের বাড়ী মধুখালীর বাঘাট এলাকায়। নিহতদের লাশ উদ্ধার করে মধুখালী থানায় রাখা হয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী