ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ফুলবাড়ীতে তিনটি চোরাই গরুসহ আটক-২
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৫-১৬ ১০:০৭:৪৪
দিনাজপুরের ফুলবাড়ীতে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬মে)দুপুরে অভিযান চালিয়ে উদ্ধার চোরাই গরু ও ওই দু'জনকে তাদের আটক করা হয়। আটক ব্যাক্তিরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দেবখন্ডা গ্রামের আশরাফ আলীর ছেলে এমদাদুল হক(৩২),একই উপজেলার সিদলগুম্ব এলাকার ফরাজ উদ্দিন এর ছেলে বাবু (৩৮)। পুলিশ জানায়,সোমবার (১৫মে) গভীর রাতে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া মোড় এলাকার মোকারম হোসেনের বাড়ীর গোয়ালের তালা ভেঙ্গে চোরেরা একটি গাভী,একটি এড়ে গরু এবং একটি বকনা গরু নিয়ে গাড়ীতে করে নিয়ে পালিয়ে যায়।এসময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে তাদের আটক করতে ব্যর্থ হয়। বিষয়টি রাতেই গরুর মালিক থানা পুলিশকে খবর দেয় এবং সকালে থানায় অজ্ঞাতনামা চোরেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশী অভিযানে আজ মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ গরুর হাটে একজন ক্রেতার কাছ থেকে একটি গরু উদ্ধার করে। পরে ওই গরুর সুত্র ধরে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে বাকি দু'টো গরু উদ্ধার সহ চোর এমদাদুল হক এবং বাবু কে আটক করতে সক্ষম হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানায়,তিনটি গরু সহ চুরির সাথে জড়িত দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে আরও কয়েকজন জড়িত রয়েছে।বাকিদেরও আটকের অভিযান চলমান রয়েছে। এঘটনায় গরুর মালিক মোকারমের স্ত্রী মল্লিকা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ