ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পার্বতীপুরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চালু
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৫-১৫ ১২:২৯:০৪
দিনাজপুরের পার্বতীপুরে স্থাস্থ্য প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাবেদুল হক নামের এক ব্যক্তি লাইসেন্স বিহীন একটি চিকিৎসা কেন্দ্র খুলে বসেছে। সুস্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র ও সুস্বাস্থ্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামের এই প্রতিষ্ঠানে নেই কোন আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি। এলাকাবাসী ও বিক্ষুব্ধ কর্মচারী বাসন্তি বিশ্বাস উক্ত ভূইফোঁড় প্রতিষ্ঠানটির সমস্ত অবৈধ কার্যক্রমের তথ্য ফাঁস করে দেন। ব্র্যাকের সাবেক এই স্বাস্থ্য কর্মী অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানটির পরিচালক স্বাস্থ্য বিভাগের কোন প্রকার বৈধ লাইসেন্স না নিয়ে এবং কোন বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই তাকে দিয়ে প্রতিষ্ঠানটিতে আসা গর্ভবতী নারীদের বাচ্চা ডেলিভেরীসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। আজ সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটের সময় সংবাদ পেয়ে উপজেলার ভবানীপুর পুরাতন বাজারে গেলে এক চায়ের দোকানে বসে বাসন্তি বিশ্বাস এসব অভিযোগ করেন। অভিযেগের সূত্র ধরে পরক্ষনেই ভূইফোঁড় ওই প্রতিষ্ঠানটিতে সরজমিনে যাওয়া হয়। সেসময় দেখা যায় প্রধান গেটে টাঙ্গানো আছে সুস্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র এর সাইন বোর্ড ও ভেতরের বারান্দায় প্রবেশ পথে বসানো হয়েছে সুস্বাস্থ্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ড। সাইনবোর্ড দুইটিতে সেবাসমুহ উল্লেখ রয়েছেঃ জার্মানির তৈরি উন্নত প্রযুক্তির এ্যানালাইজার ও সেল কাউন্টার মেশিনে সব ধরনের প্যাথলজি পরীক্ষা কম খরচে করা হয়। হেমাটোলজি, বায়ো কেমিস্ট্রি, সেরোলজি, মাইক্রো বায়োলজি, হরমোন টেস্ট ইত্যাদি এবং, রক্ত, মলমূত্রসহ সব ধরনের পরীক্ষার জন্য অত্যাধুনিক কম্পিউটারাইজ্ড প্যাথলজি ল্যাব, অত্যাধুনিক ডিজিটাল কালার আল্ট্রাসনোগ্রাম ও ১২ চ্যানেলের ডিজিটাল ইসিজি, মাইনর সার্জারী, কাটা ছেড়া, সেলাই ও ব্যান্ডেজ, অক্সিজেন থেরাপী ও নেবুলাইজেশন এবং মান সম্পন্ন ঔষধ। অভিজ্ঞ ডাক্তার ও নার্স দ্বারা নরমাল ডেলিভেরী। বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত রোগী দেখেন। রোগী দেখার সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিষ্ঠানটিতে দায়িত্বরত ম্যানেজার আশিকের সহায়তায় ভেতরের সব ক’টি কক্ষ পরিদর্শন করে দেখা গেছে সেখানে কোন প্রকার চিকিৎসা সরঞ্জামাদি ও পরিক্ষা নীরিক্ষার কোন যন্ত্রপাতির লেশমাত্র নেই। প্রতিটা কক্ষই ফাঁকা ও চিকিৎসক শুন্য। শুধুমাত্র দুইটি কক্ষে রয়েছে দুইটি শোয়ার বেড। অন্যান্য রুমসমুহের রয়েছে ১টি ফ্রিজ, ১টিভি, ১টি আলমারি ও ১টি অক্সিজেন সিলিন্ডার। এই ভূইফোঁড় চিকিৎসা কেন্দ্রের পরিচালক পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের জাবেদুল হক। তিনি ২০১৪ সালে ২৫ হাজার টাকা বেতনে চাকুরি দেয়ার প্রলোভন দিয়ে ব্র্যাক কর্মী বাসন্তি বিশ্বাসকে চাকুরি থেকে স্বেচ্ছায় অবসরে আনেন। এর পর বাসন্তি বিশ্বাসের কাছ থেকে পর্যায়ক্রমে এক লাখ টাকা নিয়ে ১টি ফ্রিজ, ১টিভি ১টি আলমারি ও ১টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেন। পরবর্তীতে তাকে দিয়ে নরমাল ডেলিবেরির কাজ ও প্রাথমিক চিকিৎসার কাজ করানো হয়। ২০২৩ সালের ১ ফেব্রæয়ারী তারিখে তাকে ২৫ হাজার টাকার বেতন উল্লেখ করে নিয়োগপত্র প্রদান করেন। কিন্তু তিনি তাকে অদ্যাবদি কোন বেতন ভাতাদি প্রদান করেননি। এছাড়াও প্রতিষ্ঠানটিতে কোন প্রকার চিকিৎসা যন্ত্রপাতি বা অভিজ্ঞ ডাক্তার না থাকায় বাসন্তি বিশ্¦াস আজ সোমবার দুপুরে ৩ মাসের বকেয়া বেতন ও তার আমানত স্বরুপ ক্রয়কৃত এক লাখ টাকার জিনিসপত্র ফেরত চাইলে পরিচালক জাবেদুল হক তাকে অকথ্য ভাষায় গালমন্দ করাসহ লাঞ্চিত করেন। তিনি বলেন, অবৈধ ও অনুমোদনহীন সুস্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র ও সুস্বাস্থ্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে তিনি আর কাজ করতে চায়না। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল এর সাথে কথা হলে তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ প্রসিকিউশন দিলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জেলা প্রশাসকের সম্মাতি নিয়ে মঙ্গলবার যেকোন সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে সুস্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র ও সুস্বাস্থ্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক জাবেদুল হকের সাথে তার মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিনিধির সাথে অশ্রাব্য ভাষা ব্যবহার ও হুমকী দিয়ে বলেন, ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম এখনও শুরু করিনি। প্রক্রিয়াধীন আছে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত