ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বাথানডাঙ্গা বাজারের স্থায়ী ব্যবসায়ীকদের চরম ক্ষতিগ্রস্ত
  • মোঃ লিটন শিকদার, কাশিয়ানী (গোপালগঞ্জ)
  • ২০২৩-০৫-১৫ ১০:১৩:০৩
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাথানডাঙ্গা বাজারে স্থায়ী ব্যবসায়ীদের চরম ক্ষতিগ্রস্তে দিন গুনতে হচ্ছে। আজ সোমবার বাজার কমিটির সেক্রেটারি মোঃ ইমারত হোসেন সেন্টু সাংবাদিকের সাক্ষাৎকারে বলেন বাজারে দীর্ঘ কয়েক বছর আগে স্থায়ী ব্যবসায়ীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে অস্থায়ী ব্যবসায়ীকরা জাঁকজমকপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য চলছিল , সম্প্রীতি সময়ে অস্থায়ী ব্যবসায়িকরা খেলার মাঠ দখল করে কাঁচা বাজার মাছ বাজার ইত্যাদি মাঠে ছোট ছোট টঙের দোকান করে চলছে বাণিজ্য পরবর্তীতে বাংলাদেশ প্রেসক্লাব কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ শেখ অত্র বাজারের ব্যবসায়ী বলেন, 2019 সালের সারা বিশ্বে করোনাভাইরাস এর সময় হাট বাজারের দূরত্ব বজায় রেখে ব্যবসা বাণিজ্য করার নির্দেশ মোতাবেক বাজারের অস্থায়ী ব্যবসায়ীরা খেলার মাঠে মাছ ব্যবসায়ী ও কাচা বাজার ব্যবসায়ী ইত্যাদি সহ বাণিজ্য করতে থাকেন। এভাবে বাজারের অস্থায়ী ব্যবসায়ীরা মাঠে নিয়মিত হয়ে ব্যবসা-বাণিজ্য হওয়ায় কারনে অত্র স্থায়ী ব্যবসায়িক রা ব্যবসা-বাণিজ্য করতে হিমশিম খাচ্ছে, পরবর্তীতে বাজার ব্যবসায়িক নুরুল ইসলাম নুরু সাংবাদিকের সাক্ষাৎকারের সময় বলেন অস্থায়ী ব্যবসায়ীকরা হাটের ভিতরে আগের মতন ব্যবসা-বাণিজ্য করলে স্থায়ী ব্যবসায়িক ও অস্থায়ী ব্যবসায়িকবৃন্দ উপকৃত হবে। এরপরে কাঁচা বাজার ব্যবসায়ী মোহাম্মদ ইয়ার আলী তার সাক্ষাৎকারের সময় বলেন বাজারে মাছ ব্যবসায়িকরা হাটের ভিতর মাছের চান্দিনা থাকা সত্ত্বেও তারা মাছের চান্দিনায় এসে মাছ বাজার মিলিয়ে ব্যবসা করেন না। সেই সাথে মাছ ব্যবসায়িক বিজয় কুমার সাংবাদিকদের এক সাক্ষাৎকারের সময় তিনি হাটের ভিতরের মাছের চান্দিনা আছে, কিন্তু সেখানে মাছের ব্যবসা করার পরিবেশ নাই কারণ আমরা যারা মাছ ব্যবসায়ী, পানি এবং মাছের সমন্বয়ে বাণিজ্য করতে হয় বাণিজ্য করতে হয় কিন্তু সেখানে মাছের পানির ফেলানোর নিষ্কাশন ব্যবস্থা না থাকায়, হাটের ভিতর মাছের চান্দিনায় কোন পরিবেশ না থাকায় আমরা মাছের চান্দিনা ব্যবসা না করে খেলার মাঠে বসে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছি। পরিশেষে অত্র এলাকার সর্বসাধারণ কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের কাছে দাবি জানিয়েছেন মাছ ব্যবসায়িকদের জন্য হাটের ভিতরে মাছের চান্দিনা পরিবেশ নিশ্চিত করার জন্য।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ