ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
নাসিবের উদ্যোক্তা সম্মেলনে সম্মাননা প্রদান
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৫-১৩ ০৮:৩৭:৫৫
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার চোখে আগামীর নীলফামারী’ শীর্ষক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। শনিবার দিনব্যাপী শহরের চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এর আয়োজন করে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ(নাসিব) নীলফামারী। সকালে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। চেম্বার প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে এতে আলোচক হিসেবে ছিলেন নাসিব জেলা সভাপতি আব্দুল মোমিন। অতিথি থেকে বক্তব্য দেন বিসিক নীলফামারী কার্যালয়ে উপ-ব্যবস্থাপহ হুসনে আরা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পরিচালক হাকিম মোস্তাফিজুর রহমান। নাসিব জেলা পরিচালক ফরিদা খানম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে ক্ষুদ্র ও কুটির শিল্পের মানোন্নয়নে অবদান রাখায় ২০জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয় নাসিবের উদ্যোগে। একই অনুষ্ঠানে নাসিবের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিগন। নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন(বিসিক) অনুষ্ঠান আয়োজনে সহযোগীতা করে।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ