ব্রাহ্মণবাড়িয়ায় শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২৩-০৫-১১ ০৭:৪১:১৫
- Print
"আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে" এ শ্লোগান সামনে রেখে, ইপসার আয়োজনে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা ও শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সমন্বয়কারী গোলাম সারোয়ার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হেলেনা পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিকারুন্নেছা, ইসপার বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। এতে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।