ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কওমি মাদরাসা শিক্ষা বোর্ডে শতভাগ পাশ ও মেধাস্থান অর্জন জান্নাতুন নিসা (মহিলা) মাদরাসার
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-০৫-১০ ১৩:৫৯:১২

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড, ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা-২০২৩ এবং ৬ষ্ঠ মারকাযী ইমতেহানের প্রাথমিক পরীক্ষা-২০২৩ এ মারহালা-হিফযুল কুরআন, জান্নাতুন নিসা (মহিলা) মাদরাসা, বাসা-১৩, লেন-১০, ব্লক-ডি, সেকশন-১২, পল্লবী, ঢাকা-১২১৬ ইত্তেফাক পরীক্ষার্থী মেধাস্থানে ০৮ জন এবং বেফাক পরীক্ষার্থী মেধাস্থানে ১৭ জনসহ শতভাগ পরীক্ষর্থী পাশ করে। 

অত্র প্রতষ্ঠিানের প্রিন্সিপাল, মুফতি রফিকুল ইসলাম বলেন আমাদের প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ অনেক ভাল ফলাফল করেছেন। 

মুফতি আব্বাস ইবনে ইদ্রিস খান, জান্নাতুন নিসা (মহিলা) মাদ্রাসা, ঢাকার সিনিয়র উপদেষ্টা (আল মদিনা ইন্টারন্যাশনাল, সিলেট ও দারুল হুদা, বেডফোর্ড, যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা) বলেন, অত্র প্রতিষ্ঠান হতে ইত্তেফাক পরীক্ষার্থী: হিফজুল কুরআন ১৫ জন, নাযিরা ১৪ জন, মুতাওযাসসিতাহ ১৫ জন মোট ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন এদের মধ্যে ০৮ জন মেধাস্থানসহ মুমতাজ (জিপিএ ৫) ২২ জন, জায়্যিদ জিদ্দান (এ+) ১৪ জন, জায়্যিদ (এ) ০৭ জন এবং মকবুল (এ-) ০১ জনসহ সকল শিক্ষার্থীই পাশ করেন। 

বেফাক পরীক্ষার্থী: হিফজুল কুরআন ০৪ জন, মুতাওয়াসসিতাহ ১৮ জন এবং ইবতেদায়্যিাহ ২৮ জন মোট ৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন এদের ১৭ জন মেধাস্থানসহ মুমতাজ (জিপিএ ৫) ১৯ জন, জায়্যিদ জিদ্দান (এ+) ২৬ জন, জায়্যিদ (এ) ০৩ জন এবং মকবুল (এ-) ০২ জনসহ সকল শিক্ষার্থীই পাশ করে। 

তিনি আরো বলেন, আমরা আশাবাদী আগামীতেও সকলের আন্তরিক প্রচেষ্টায় এরই ধারাবাহিকতা বজায় রেখে জান্নাতুন নিসা (মহিলা) মাদরাসা আরো ভালো ফলাফল করবে ইনশা আল্লাহ।

দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮
এইচএসসির ফল  প্রকাশ ১৫ অক্টোবর