পার্বতীপুরে তিন ধরে একই বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোজ
- মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
-
২০২৩-০৫-১০ ১০:৫২:২৬
- Print
দিনাজপুরের পার্বতীপুরে একটি বিদ্যালয়ের নবম শ্রেনিতে পড়ুয়া তিন ছাত্রী গত তিন দিন ধরে নিখোজ রয়েছে। স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে স্কুলে না গিয়ে রহস্যজনকভাবে ওই ছাত্রীরা উধাও হয়।
নিখোজ ছাত্রীদের অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, গত ৮মে তাদের মেয়েরা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও তারা স্কুলে যায়নি।
বিকেল ৫ টার পর ওই তিন ছাত্রী বাড়িতে ফিরে না আসলে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনার পর ওইদিন রাত ১১টায় তিন ছাত্রীর অভিভাবকগন পার্বতীপুর মডেল থানায় পৃথকভাবে সাধারন ডায়রী করেন। ডায়রি নম্বর ৪৪৬, ৪৪৮, ৪৪৯।
এদিকে একই দিনে তিন ছাত্রী নিখোজ হয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে ও ছাত্রীদেরকে উদ্ধার করতে ব্যাপক তৎপরতা শুরু করে পার্বতীপুর পুলিশ।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইন্চার্জ আবুল হাসনাত এর সাথে বুধবার দুপুরে কথা হলে তিনি তিন ছাত্রীর নিখোজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের চৌকস অফিসারগন নিখোজ ছাত্রীদের উদ্ধার করতে সব জায়গায় অনুসন্ধান অব্যাহত রেখেছেন।
আশা করছি অফিসারগন সহসাই নিখোজ ছাত্রীদের উদ্ধার করতে সক্ষম হবে।