ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ফরিদপুরে ইউএনও’র উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২৩-০৫-০৯ ০৯:০৮:২৫
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান সাক্ষরিত এক প্রজ্ঞাপনের এ বরখাস্তের বিষয়টি জানা যায়। ৯ মে সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন এর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর কার্যক্রমে বাঁধা প্রদান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও সরকারী গাড়ী ভাংচুরের ইন্ধনসহ ঘটনায় জগিত থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী জেলা প্রশাসক, ফরিদপুর ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছেন। পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোনে সমিচিন নয় মর্মে সরকার মনে করে; সেহেতু অপরাধ সংঘঠিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে চেয়ারম্যানের বরখাস্তের একটি প্রজ্ঞাপন পাওয়া গেছে। বিধি অনুয়ায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ, গত ৪ মে ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের কাজ দেখতে গেলে স্থানীয়রা তার উপর হামলা করে। এসময় ইউএনওসহ আনসার সদস্যদের মারপিট করা হয়। ভেঙ্গে দেওয়া হয় ইউএনও’র গাড়ী। এ ঘটনায় পুলিশ ও ইউএনও’র পক্ষ থেকে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে প্রধান আসামী করে পৃথক দুটি মামলা করা হয়। দুটি মামলায় ৫ শতাধিক আসামী রয়েছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ডুমাইন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপনসহ চারজনতে গ্রেফতার করে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সোমবার চেয়ারম্যানকে দুইদিনের এবং বাকি তিনজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত