ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জনমবার্ষিকী উদযাপিত
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৫-০৮ ১৪:৩৯:৪১
চির নতুনের দিল ডাক, পঁচিশে বৈশাখ” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জনমবার্ষিকী উদযাপিত হলো দিনাজপুরে। আজ সোমবার ( ৮ মে) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ' শীর্ষক আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দিনব্যাপী উদযাপিত দিনটি। দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বাঙালীর জাতীয় জীবনে এক স্মরণীয় দিনটি আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে। পঁচিশে বৈশাখ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো আলোচনা সভা, স্মৃতিচারণ, আবৃত্তি, নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান । সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দিনাজপুরের প্রথিতযশা শিল্পীরা। দিনটিকে ঘিরে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির কর্মময় জীবনী নিয়ে আলোচনা। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয়,অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা প্রফেসর মাসুদুল হক,শামসুল আলমসহ অন্যরা। আলোচকরা কবির কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত