ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
চরাঞ্চলে ভুট্টারাজের বাম্পার ফলন, কৃষকদের নিয়ে মাঠ দিবস
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০৫-০৭ ০৬:৩৪:৫৩
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চরাঞ্চলে ভুট্টা রাজের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করেছে পিওর এগ্রো সায়েন্স, ঢাকা- বাংলাদেশ।শনিবার দুপুরে চর আনন্দবাজার এলাকায় শতাধিক কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়। মাঠ দিবসের মতবিনিময় অনুষ্ঠানে পিওর এগ্রো সায়েন্স ঢাকা বাংলাদেশের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ শামসুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক ও সাংবাদিক মাহবুব রহমান সুমন, মহিদেব এমফোরসি'র ফিল্ড অফিসার জেসমিন আক্তারসহ আরো অনেকে। এ সময় কৃষকদের সাথে ভুট্টারাজের সফলতা নিয়ে বিভিন্ন প্রকার মতবিনিময় শেষে ভুট্টারাজের প্রদর্শনী করা হয়। চরের জমিতে ভুট্টারাজের বাম্পার ফলন পেয়ে কৃষক বদিউজ্জামান,আব্দুল মান্নান ও আসাদুল হক জানান, আমারা চলাঞ্চলের কৃষক চরাঞ্চলে তেমন কোন আবাদ হয় না, তাই আমরা দীর্ঘদিন ধরে ভুট্টা আবাদ করে আসতেছি। কিন্তু এ বছর হাইব্রিড জাতের ভুট্টারাজ করে ব্যাপক সফলতা পেয়েছি। জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ শামসুজ্জামান মাঠ দিবস অনুষ্ঠানে জানান, ভুট্টারাজ (পি-৯৫) হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে চরাঞ্চলের মানুষ ব্যাপক সফলতা পেয়েছে, এ জাত সরবরাহকারী প্রতিষ্ঠানটি কৃষকের কথা চিন্তা করে একটু কম মূল্যে বীজ কৃষকদের হাতে তুলে দিচ্ছেন। তিনি ভুট্টারাজের সফলতা কামনা করেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত