ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পার্বতীপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৫-০৬ ০৯:৪৯:৫৪
দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরে প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পার্বতীপুর রশীদ এ্যান্ড সন্স ও বর্ষা ট্রেডার্স। ০৬ মে শনিবার বিকেল ৪ টায় পৌর মেয়র আমজাদ হোসেন এর পৃষ্ঠপোষকতায় পার্বতীপুর ক্রিকেটার্স ক্লাবের উদ্যোগে পৌর শহরের জ্ঞানাঙ্কুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী জোবায়দুর রহমান এর সভাপতিত্বে, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, এমপি। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বর্ষা ট্রেডার্স ১৫ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করে জবাবে ব্যাট করতে নেমে রশীদ এ্যান্ড সন্স ১৪ ওভারে ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং তারা ৫ উইকেটে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ লিটন ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন বিশাল। খেলা শেষে চ্যাম্পিয়ন দল পার্বতীপুর রশীদ এন্ড সন্সকে ট্রফি ও ৬০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দল বর্ষা ট্রেডার্সকে ট্রফি ও ৪০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পৌর মেয়র। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও রুকশানা বারী রুকু, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র এম, এ ওহাব সরকার, খোলাহাটি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সুধীজনসহ আরও অনেকেই। খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ