সিরাজগঞ্জে ২৮ লক্ষ টাকার হেরোইনসহ এক নারী আটক
- নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
-
২০২৩-০৫-০৬ ০৯:২০:০৩
- Print
মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকা থেকে ২৮ লক্ষ্য টাকার হেরোইনসহ মনি আক্তার (৩১) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। উদ্ধার করা হেরোইনের বর্তমান বাজার মূল্য ২৮ লাখ টাকা।
আটক মনি আক্তার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাগমারা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। শনিবার (৬ মে) সকাল ১০ টায় র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার সন্ধ্যায় জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বগুড়া-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বগুড়া ও ঢাকাগামী মহাসড়কের হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য ২৮ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক কারবারি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধার হওয়া আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।