ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নকল সিগারেটে ছয়লাভ নরসিংদী
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০৫-০৬ ০৯:১৬:৩৭
আমেরিকান ব্রিটিশ টোবাকো কোম্পানীর কর্মকর্তা মাইনুল নরসিংদীতে যোগদানের পর থেকে বেনসন, গোল্ড লিফ সিগারেট নকলে ছয়লাভ হয়ে গেছে এ ব্যাপারে রয়েছে অভিযোগের পাহান। বিগত দিনে সোহেল স্টোর ডিলার থাকার সময় কোন অভিযোগ পাওয়া যায় নি। জে আর কর্পোরেশন লিমিটেড দ্বায়িত্বে আসার পর থেকে নরসিংদী বাজারে নকল সিগারেটে ছযলাভ হয়ে গেছে। বিভিন্ন দোকানে নকল সিগারেটের একাধিক অভিযোগ পাওয়া গেছে । মালিকের অনুপস্থিতিতে কর্মচারী কর্মকর্তারা এই নকল সিগারেট বাজারজাত করছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। হাজীপুরে, ইসমাইলের দোকানে নকল গোল্ড লিফ সিগারেট পাওয়া যাওয়ার অভিযোগ রয়েছে, ভেলানগর সজীব দোকানে পাওয়া গেছে নকল বেনসন, নরসিংদী আদালত প্রাঙ্গণে তাজুলের দোকানে বেনসনের প্যাকেটে বিড়ি পাওয়া গেছে, উপজেলায় রাজিয়ার দোকানে নকল বেনসন সিগারেট পাওয়া গেছে, পলাশে জসুর দোকানে নকল বেনসন গোল্ড লিফ সিগারেট পাওয়া যায়। তারা জানায়, কোম্পানীর গাড়ী থেকে আমরা সিগারেট ক্রয় করি। নকল সিগারেট পাওয়ার অভিযোগ দিলে কোম্পানির সেলসম্যানরা উল্টো গালিগালাজ করে এবং হুমকি দেয় পাশাপাশি ম্যানেজারের ভয় দেখায় এবং জেলে ঢুকিয়ে দিবে বলে জানা। এবং কোম্পানির মালিক রাষ্ট্রপতির লোক এই বলে হুমকি দেয় । সিগারেট কিনে প্রতারিত হচ্ছে নরসিংদী বাসী। এ যেন দেখার কেউ নেই? এ বিষয়ে কোম্পানির অফিসে গেলে কাউকে পাওয়া যায়নি সন্ধ্যা সাতটার পর যোগাযোগের কথা বলে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী