জাতীয় ও সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে একটি মহল। রাজশাহীতে ২৫ জন সাংবাদিককে নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে এমন আশঙ্কার কথা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, গুজব প্রতিরোধের পাশাপাশি সঠিক খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাংবাদিকদের।
রাজশাহীতে শহরের হোটেলে রয়েল রাজে শুক্রবার শুরু হয় দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি। এতে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে ২৪ জন সাংবাদিক অংশ নিয়েছেন। তথ্যের সত্যতা যাচাই ও ভুল তথ্য প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের হাতে-কলমে শেখানো হবে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে সাংবাদিকেরা সঠিক সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হবেন।
আলোচনায় অংশ নেন,সিসিডি,বাংলাদেশ এর নির্বাহী পরিচালক গোলাম মর্তুজা, প্রকল্প সমন্বয়ক মোস্তাফিজুর রহমান,রিসোর্ট পার্সুন বাংলা ভিশনের সিনিয়র সাংবাদিক রুহুল আমীন রুশ,চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী,সিসিডির সমন্বয়ক,মোস্তাফিজুর রহমান সহ অন্যরা।
অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মসূচি আয়োজন করেছে সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করছে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজ।