ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ সংসদীয় আসনে বিভিন্ন স্থানে কর্মী সমাবেশ করছেন ড. আশিক
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৫-০৫ ০৭:২৮:০৭

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২( বোরহাউদ্দিন - দৌলতখান) সংসদীয় আসনে বিভিন্ন স্থানে কর্মী সভা করছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্য নির্বাহী সদস্য ড. আশিকুর রহমান শান্ত। এ সময় তিনি বলেন, ভোলার রাজনীতিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।  সুশাসন প্রতিষ্ঠিত হলে এদেশে শান্তির পরিবেশ প্রতিষ্ঠিত হবে। তাহলেই আপনার সন্তানরা মানুষ হতে পারবে। সমাজে শান্তি  প্রতিষ্ঠা করতে হলে  সমাজকে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত পরিবেশ করতে হবে। ভোলায় সুশাসন অনেকটা অনুপুস্থীত।তাই সুশাসনের উপর গুরুত্ব দিতে হবে।সমাজে সুশাসন না আসলে আপনার সন্তানরা ভালভাবে প্রতিষ্ঠিত হতে পারবেনা বলেও মন্তব্য করেন তিনি। ভোলা শহরের শান্ত নীড়ে গত বৃহস্পতিবার থেকে শুরু করে চলছে এ কর্মী সভা। এ সভায় দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখে ড. আশিকুর রহমান শান্ত এসব কথা বলেন।

কর্মীসভা অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন নেতা কর্মীরা। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ পুনরায় বিজয়ী হলে দেশ একটি উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেন নেতা কর্মীরা। এছাড়া তিনি বোরহানউদ্দিন উপজেলার দেউলা, দৌলতখান উপজেলার মেদুয়া ও সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীদের নিয়েও কর্মী সমাবেশ করেন তিনি। যুবলীগের কেন্দ্রীয় নেতা অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত নির্বাচনকে সামনে রেখে এ কর্মী সভা করছেন বলে জানান স্থানীয় নেতা কর্মীরা। সভায় বোরহাউদ্দিন - দৌলতখান উপজেলার যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ