ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৩ স্থাপনা ভস্মীভূত
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২৩-০৫-০৪ ০৫:৫৩:৫৩
পটুয়াখালীর পুরান বাজারে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৩ টি দোকান ও ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন ক্ষতিগ্রস্থরা। হঠাৎ দুর্ঘটনায় নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে আহাজারি করছেন ক্ষতিগ্রস্থরা। বুধবার সন্ধ্যায় পৌর শহরের ৩ নং ওয়ার্ডের পুরান বাজার মিঠা পুকুর পাড় এলাকায় স্মরণকালের এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ও স্থানীয় জনসাধারণের তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সার্ভিসের তিন কর্মীসহ সাত জন আহত হয়েছে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত এক ফায়ার সার্ভিস কর্মীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারি পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, অগ্নিকান্ডে ১১ টি দোকান ও ২২ টি বসত ঘর ভস্মীভূত হযেছে বলে আমরা প্রাথমিক ভাবে নিরুপন করেছি। হারুন মুন্সি নামের এক ব্যাক্তির তেলের গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। বাতাসের চাপে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় রাস্তার দুপাশের দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। পানি সংকটের কারনে ক্ষয়ক্ষতি পরিমান কুছুটা বেড়েছে। জেলা প্রশাসনের নির্দেশে ক্ষয়ক্ষতি ও অগ্নিকান্ডের সুত্রপাতের কারন নিরুপনে কাজ করছে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। স্থানীয়রা জানায় সন্ধ্যা পৈনে ৬টার দিকে তারা হালকা ধোঁয়া দেকতে পান। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। বিশেষ করে ঐ এলাকায় তেল ও গ্যাসের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়। এসময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত আগুন লাগার কারন জানা যায়নি। এদিকে বৈদ্যুতিক তার ও খুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ঐ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ