ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ও ২শিশুসহ ৩জন নিহত; আহত অন্
  • রাজিব হাসান, ঝিনাইদহ
  • ২০২৩-০৫-০৪ ০৫:৪৭:৪৫
ঝিনাইদহের কোটঁচাদপুর পৌর কলেজের সামনে ব্যাটারিচালিত ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ও ২শিশুসহ মোট ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ- মহেশপুর সড়কের কাশিপুর নামক স্থানে। নিহতদের মধ্যে ভ্যান চালক ছলেমান কালীগঞ্জ উপজেলার সাপুড় ঘি ঘাটি গ্রামের বাসিন্দা ও সাত বছর বয়সের খুকু মনি একই উপজেলার বলকান্দা গ্রামের শাহিনের কন্যা এবং দেড় বছর বয়সের রাফান কোটচাদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেলের ছেলে। ঝিনাইদহের কোটঁচাদপুর থানার ওসি মইন উদ্দিন জানান, আজ সকালে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক দেখিয়ে দেড় বছরের শিশু রাফান ও সাত বছরের শিশু খুকু মনিকে নিয়ে তার মা ও স্বজনরা ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার পৌর কলেজের সামনে কাশিপুর নামক স্থানে পৌছালে অপরদিক থেকে আসা পিক আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ছলেমান ও ভ্যান যাত্রী খুকু মনি ও রাফান হোসেন নিহত হয়। এ সময় আহত হয় তাদের স্বজন রিমা খাতুন, শিউলি বেগম ও আনরুলসহ চারজন। স্থানীয় লোকজন তাদের সবাইকে উদ্ধার করে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে পুলিশ আরও জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ