ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বঙ্গবন্ধু-১০০ জাতের জিংক ধানের প্রদর্শনী
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৫-০৪ ০৫:৪১:২১
বঙ্গবন্ধু-১০০ জাতের জিংক ধানের প্রদর্শনী উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা সদরের রামনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম(জানো) প্রকল্পের সহযোগীতায় কৃষক মনছেদ আলী এক বিঘা জমিতে বঙ্গবন্ধু-১০০ জাতের জিংক ধান আবাদ করেছেন। কৃষকদের মাঝে উৎসাহ বাড়াতে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এতে সভাপতিত্ব করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম প্রধান অতিথি এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন অনুষ্ঠানে। জানো প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক শরিফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইএসডিও’র সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান। ইএসডিও’র সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান জানান, নীলফামারীতে ১৫জন কৃষক বঙ্গবন্ধু-১০০ জাতের জিংক ধান আবাদ করেছেন জানো প্রকল্পের সহায়তায়। গেল চার বছর ধরে চারটি উপজেলায় জিংক ধানের আবাদ করছে কৃষকরা।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ