ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
ঝিনাইদহের কালীগঞ্জে পান চুরির অভিযোগে পিটুনিতে আহত বৃদ্ধের একদিন পর মৃত্যু
  • রাজিব হাসান, ঝিনাইদহ
  • ২০২৩-০৫-০৪ ০৫:৩৯:৪৩
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে পান চুরির অভিযোগে স্থানীয়দের পিটুনিতে ৫৫ বছরের বৃদ্ধ সূর্য্যমান পিটিয়ে আহত করার একদিন পর আজ বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। মরদেহটি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের রামচন্দ্র মানের ছেলে। স্থানীয়রা জানায়, উপজেলার শালিখা গ্রামে প্রায়ই বরজ থেকে পান চুরি হয়। গত বুধবার সকালে পান চুরি করতে গিয়ে ধরা পড়ে ওই বৃদ্ধ। এরপর গ্রামবাসীর গণপিটুনি দিলে সে আহত হয়। এ সময় স্থানীয় গ্রামবাসিই তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজোয়ান আহমেদ জানান, নিহত ওই ব্যক্তি আহত হয়ে অজ্ঞান অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিল। এরপর থেকে তার পরিবারের কেউ খোঁজ নিতে আসেনি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিন্থ রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভক্সপপ-১ হাসাপাতালে ভর্তি অন্য রোগীর স্বজন। সট-১ রেজোয়ান আহমেদ- মেডিকেল অফিসার, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ।
নীলফামারীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
দিনাজপুরে পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ জন সদস্য গ্রেফতার
অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন!
সর্বশেষ সংবাদ