ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর পার্বতীপুরে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৫-০৩ ০৯:৫০:৪০
দিনাজপুর পার্বতীপুরে যাত্রীবাহি ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। আজ বুধবার(৩ মে) সকাল ৯ টার দিকে উপজেলায় ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবতীপুর পৌর শহরের ধুপি পাড়া এলাকার মৃত সুলতান আলীর ছেলে আবুল কালাম (৫৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪) স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায় ,পার্বতীপুর থেকে ভ্যানে করে দুই যাত্রী ভবাণীপুর দিকে যাচ্ছিলো আর ট্রাকটি ফুলবাড়ী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিলো এসময় চান্দাপাড়া এলাকায় পৌছালে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটির সাথে মুখোমুখি সংর্ঘষ হয় এসময় ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও ট্রাকের চালক কে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে পরিবারের সদস্যরা আসলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী