ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদে পুলিশ সুপার বরাবর মহিলা পরিষদের স্মারকলিপি
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৫-০২ ১১:১৮:১৩
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগে ঘটনার তীব্র নিন্দা,আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। আজ মঙ্গলবার (২ মে) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ-এর হাতে স্মারকলিপি তুলে দেন মহিলা পরিষদের নেতৃবৃন্দ। বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় 'বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারীর উপর পাশবিক নির্যাতন বেড়েই চলেছে। কিছুদিন আগে হগবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে বেআইনী শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের মত জঘন্য ঘটনা ঘটেছে। ঘরে বাইরে কোন জায়গায় নারীর নিরাপত্তা নেই। এ ধরনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়ার কারণে এই ভয়াবহতা ক্রমবর্ধমানতা। নিরাপত্তাহীন এই অবস্থায় নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে, নাগরিক নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছে। গত ২৬ এপ্রিল ২০২৩ তারিখ বুধবার নিাজপুর জেলার বীরগঞ্জ থানার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামে এক স্কুল ছাত্রীর বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এক বখাটে যুবক। জানা যায়, স্কুল যাওয়া আসার পথে প্রায় ছাত্রীটিকে উত্যক্ত করতো একই ইউনিয়নের এক বখাটে যুবক। বিষয়টি স্কুল ছাত্রীর পরিবার জানতে পেরে বখাটে ওই যুবককে সতর্ক করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে যুবকের নেতৃত্বে একদল দুর্র্বৃত্ত অস্ত্র নিয়ে স্কুল ছাত্রীর বাড়িতে হামলা চালায় ও লুটপাট করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে পেট্রোল ঢেলে বাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বখাটেদের হামলায় স্কুল ছাত্রীর মা বাবা আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ২৭ এপ্রিল ২০২৩ ইং তারিখে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩০। মহিলা পরিষদ মনে করে, এ জাতীয় অপকর্মের উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত হলেই, তবে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। এমন জঘন্য ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, সবাইকে আইনের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী ব্যক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি মাহবুবা খাতুন, মিনতি ঘোষ, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য রোকসানা বিলকিস, প্রোগ্রাম এক্সিকিউটিভ নিপা শেঠ ও অফিস সহকারী মিনা দাস।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী