ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
যমুনায় পিকনিকের নৌকাডুবে ৫ জন নিখোঁজ
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-০৬ ০২:৫৭:৪৭

সিরাজগঞ্জে যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবে ৫ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কাজ করছে।

নিখোঁজের স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার (৫ আগস্ট) সকালে টাঙ্গাইল জেলার গোপালপুর থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি পিকনিকের নৌকা সিরাজগঞ্জের  নং ক্রসবাঁধ এলাকায় আসে। সেখান থেকে সন্ধ্যায় নৌকাটি বঙ্গবন্ধু সেতু এলাকায় গেলে নদীর প্রবল স্রোতে রাতে নৌকাটি মাঝখানে ভেঙ্গে পানিতে তলিয়ে যায় যাত্রীরা।

পরে অন্য দুইটি নৌকা এসে ১৭ জনকে উদ্ধার করলেও, ৫ জনকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজরা হলেন: মারুফ, মিজান, হাসি, শরীফ এবং শাহদৎ। তাদের সকলের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজশাহী থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। তারা পৌঁছানোর পর নিখোঁজদের উদ্ধারে নদীতে অভিযান চালানো হবে।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা