ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফুলবাড়ী'র পাঠাগার পরিদর্শন করলেন রংপুর বেতরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০৫-০১ ০৯:০৬:০২
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ। সোমবার বেলা আড়াইটায় স্বপরিবারে পাঠাগারে এসে পাঠাগারটি পরিদর্শনে আসলে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় সৈদয় হক কালচারাল ক্লাব ও গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের পক্ষ থেকে বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ডঃ মোহাম্মদ হারুন অর রশিদকে অভিনন্দন স্মারক প্রদান করেন। পাঠাগার পরিদর্শন শেষে তিনি সৈদয় হক মঞ্চ ও নির্মাণকৃত বঙ্গভাষা জাদুঘর পরিদর্শন করেন।পরিদর্শন কালে এ সময় বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক নাহার বেগম সঙ্গে ছিলেন। বাংলাদেশ বেতারের রংপুরের উপস্থাপক নাহার বেগম জানান,ছায়া ঢাকা মনোরম পরিবেশে গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারটি অবস্থিত, এখানে পাঠাগারটি নির্মাণ করা চমৎকার একটি আইডিয়া, পাঠক খেয়ে বই পড়তে আগ্রহী করতে এ পাঠাগারের যে পদ্ধতি রয়েছে তা আমার অত্যন্ত ভালো লেগেছে। পরিদর্শন শেষে ভালো লাগার অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ জানান,গ্রামের মাঝে এত সুন্দর একটি পাঠাগার যা দেখে আমি অত্যন্ত আনন্দিত, আমি পাঠাগার পাঠাগার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী