ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দিনাজপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৫-০১ ০৭:২৮:১৫
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শ্রমিক র‌্যালি, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি। মহান মে দিবস উপলক্ষে আঞ্চলিক দফতর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম এমপির নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুর ইনস্টিটিউট থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দিনাজপুর শিল্পকলা একাডেমি অডিটরিয়ম আলোচনা সভা আয়োজন করেন জেলা প্রশাসন,দিনাজপুর। সভাপতিক্ব করেন জনাব শাকিল আহমেদ, জেলা প্রশাসক,দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ ইইফতেখার আহমেদ, পিপিএম সেবা পুলিশ সুপার, দিনাজপুর। প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ এম ইকবালুর রহিম এমপি। এ ছাড়াও দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর প্রেসক্লাব,জাতীয়তাবাদী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দল, দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, রিকশা ও ভ্যান শ্রমিকলীগ, দিনাজপুর ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক ঐক্যজোট, দিনাজপুর রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর রিকশা শ্রমিক ইউনিয়ন, বাহাদুর বাজার কুল শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভার আয়োজন করে। এ সব কর্মসূচিতে সংশ্লিষ্ট ইউনিটের শ্রমিকরা অংশ নেন। অপরদিকে, বাসদ মার্কসবাদী, ছাত্রফ্রন্ট পৃথকভাবে র‌্যালি করে সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন নেতৃবৃন্দ। বিভিন্ন আলোচনা সভায় বক্তারা শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান ও চাকরির নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের জন্য ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ, শ্রমিক বিরোধী কালা-কানুন বাতিল, দুর্ঘটনা প্রতিরোধ কমিটির সুপারিশ বাস্তবায়ন, শ্রমিকদের জন্য কল্যাণ ফান্ড গঠন, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধসহ শ্রমিকদের অন্যান্য দাবি পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ