ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বাংলাদেশেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৫-০১ ০৭:২৫:০৬
আইনমন্ত্রী এড.আনিসুল হক বলেছেন, সামরিক সরকার নির্বাচন করতে পারবেননা বলেই তত্ববধায়ক সরকার নিয়োগ করা হয়েছিল। বাংলাদেশের আদালত রায় দিয়েছেন যে তত্ববধায়ক সরকার অবৈধ। আমরা সংবিধান অনুযায়ী সুষ্টু নির্বাচন করেছি। যদি সেই সুষ্টু নির্বাচনে কেউ না আসে আর যদি কেউ নির্বাচনে যাওয়ার সময় অগ্নি সন্ত্রাস করে তাহলে সে দোষ আওয়ামলীগের নয়। সেই দোষ বিএনপি সন্ত্রাসীদের। আগামী ২০২৪ সালের নির্বাচন কমিশন যেদিন সময় দিবেন সেই দিনই বাংলাদেশে সুষ্টু নির্বাচন হবে। তিনি আজ সোমবার দুপুরে কসবা পানিয়ারুপে সিরাজুল হক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়া সুস্থ্য আছেন। নিয়মিত চেকআপে তিনি হাসপাতালে গিয়েছেন। বিএনপির আন্দোলনের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়নি। প্রধানমন্ত্রীর মহানুভূতি থেকেই তাকে ছাড় দেয়া হয়েছে। বাংলাদেশেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে। এবিষয়ে বিদেশে যাবার বিবেচনার কোনো আইন নেই।।তাই কোনো বিবেচনা করা হবে না। কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এইচএম সারওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রাশেদুল ভূইয়া কাওসার জীবন, উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার ,উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা