ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • ২০২৩-০৪-২৯ ০৯:৩৬:১২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সফিপুর মডার্ন পাবলিক স্কুলের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ফরম ফিলাপ, কেন্দ্র ফি, যাতায়াত খরচ ও কোচিং ক্লাসের কথা বলে ১১ হাজার ৫শত টাকা করে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকেরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র ফি নেওয়া হয়েছে। প্রবেশপত্র দেওয়ার সময় কোনো টাকা নেওয়া যাবে না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে যায়। সে সব প্রতিষ্ঠানের যৌক্তিকভাবে টাকা নেওয়া উচিত। সফিপুর মডার্ন পাবলিক স্কুলে এবার এসএসসি পরীক্ষার্থী ১২ জন। পরীক্ষার্থী সাজ্জাদ হোসেন শুভ জানান, প্রবেশপত্র দেওয়ার সময় বিদ্যালয়ের চেয়ারম্যান আসমা বেগম ফরম ফিলাপ, কেন্দ্র ফি, যাতায়াত খরচ ও কোচিং ক্লাসের কথা বলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১১ হাজার ৫শত টাকা করে নিয়েছেন। আমি ৯৫০০ টাকা দিয়েছি ২হাজার টাকা দিতে না পারায় আমাকে প্রবেশ পত্র দিচ্ছে না। তবে ওই বিদ্যালয়টির চেয়ারম্যান আসমা বেগমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তার দলবল নিয়ে সাংবাদিকদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকরা তাকে শান্ত করানোর চেষ্টা করলে তিনি উত্তেজিত হয়ে পরীক্ষার্থীদের প্রবেশপত্র না দিয়ে উল্টো ছিড়ে ফেলার হুমকি দেন। পড়ে স্থানীয় লোকজন জড়ো হলে ওই বিদ্যালয়টির চেয়ারম্যান আসমা বেগম তাদের প্রবেশপত্র গুলো ফিরিয়ে দিয়ে সাংবাদিক ও অভিভাবকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনাজপুরে পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ জন সদস্য গ্রেফতার
অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন!
নীলফামারীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ