ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৪-২৮ ১২:৪৯:৫৪
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শ্যামলীঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে শিপন (২২) এবং একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. মারুফ ওরফে ইমন(২১)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাটিঁহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিকেলে বিজয়নগরে শ্যামলীঘাট এলাকায় সিলেটগামী একটি নোহা মাইক্রোবাসের বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুত্বর আহত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহয়তায় দুই যুবককে গুরুত্বর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে তাদের শারীরিক অবস্থা অবনতি হলে দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় যাবার পথেই তাদের দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী