ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচুৎত মালবাহি ট্রেনের বগি উদ্ধার
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৪-২৮ ০৯:৩৩:১৬
প্রায় ২৭ ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় দূর্ঘটনা কবলিত মালবাহি ট্রেনের ৭ বগির উদ্ধার কাজ শেষ হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে সর্বশেষ বগিটি উদ্ধারের পর ট্রেনের অংশ বিশেষ তালশহর রেলষ্টেশনে সরিয়ে নেয়া হয়। এরপর রেল লাইনের বেকে যাওয়া কিছু অংশ মেরামত করে আপ লাইন সচল করা হয়।বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় শহরের দাড়িয়াপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকামূখী মালবাহী কন্টেনাইর ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। গরমে লাইন বেকে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানানো হয়। এদিকে দূর্ঘটনার কারন অনুসন্ধানে রেলের পক্ষে থেকে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দূর্ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। দূর্ঘনার পর বৃহস্পতিবার বিকেলে আখাউড়া জংশন থেকে উদ্ধাকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী