ব্রাহ্মণবাড়িয়ায় দূর্ঘটনা কবলিত মালবাহি ট্রেনটির উদ্ধার কাজ শেষ হয়নি এখনো। শুক্রবার দুপুর পর্যন্ত ৬ টি বগি উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিকেল নাগাদ উদ্ধার কাজ শেষ হতে পারে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় শহরের দাড়িয়াপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকামূখী মালবাহী কন্টেনাইর ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। গরমে লাইন বেকে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানানো হয়। এদিকে দূর্ঘটনার কারন অনুসন্ধানে রেলের পক্ষে থেকে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দূর্ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল করছে।
দূর্ঘনার পর বৃহস্পতিবার বিকেলে আখাউড়া জংশন থেকে উদ্ধাকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।