ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ভারতে হাসপাতালে আগুনে ৮ করোনা রোগীর মৃত্যু
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৮-০৬ ০২:৫১:২৯

ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সবাই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে আহমেদাবাদের নবরঙপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে আগুনের ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, আগুন লাগার পর হাসপাতাল থেকে দ্রুত ৪০ জন কোভিড-নাইনটিন পজেটিভ রোগী সরিয়ে আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে আইসিইউতে প্রবেশ করতে না পারায় সেখানে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন। জানা গেছে আগুনের আইসিইউকেই লেগেছিল।

আগুন লাগার সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতালের বাইরে ভিড় জমান রোগীদের স্বজনরা। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নেভানোর পাশাপাশি রোগীদের উদ্ধার করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

টুইটে পোস্টে তিনি লিখেছেন, ‘আহমেদাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। মৃতদের পরিবারদের সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে উঠুন। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের ব্যবস্থা করছে।’

এদিকে টানা ৮ দিনের মতো ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের বেশি থাকার ধারা অব্যাহত রয়েছে দেশটিতে। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হলো না। গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫৬ হাজার ২৮২ জন। এদিন মৃত্যু হয়েছে আরও ৯০৪ জনের।

করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৭৩৯ জনে দাঁড়িয়েছে।

  ইসরায়েলের হামলায় গাজার শেষ হাসপাতালটিও বন্ধ
ইন্টারপোলের লাল তালিকায় ৬৩ বাংলাদেশি
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের