ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আওয়ামীলীগের অধীনেই নির্বাচন, ষড়যন্ত্র করে লাভ নেই---হুইপ ইকবালুর রহিম এমপি
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৪-২৮ ০৪:৫৪:০৫

আওয়ামীলীগের অধীনেই নির্বাচন  উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই। আমরাই আবারও ক্ষমতায় আসব । 

বৃহস্পতিবার  সকাল ১০ টার দিকে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের ৫০তম সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা তিনি বলেন ।

হুইপ ইকবালুর রহিম আরোও বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার দেয়া ডিজিটাল বাংলাদেশ গড়ার নির্বাচনী ইশতেহার পূরণ হয়েছে। দেশের জনগন বিজ্ঞান ভিত্তিক চিন্তা করতে পারছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি ভিত্তিক কাজ করছে। বঙ্গবন্ধু যেভাবে ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ স্বাধীন করেছে। তেমনি ভাবে বর্তমানেও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের এই শিক্ষার্থীরাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবেরুপ দিতে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব সরকার। কারন শিক্ষা ছাড়া কোন দেশের উন্নয়ন সম্ভব না। এ জন্য তথ্য প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না। বিএনপি-জামাতের ষড়যন্ত্রের মধ্য দিয়েও দেশকে সোনার বাংলা পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়ানো, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। 

দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলি, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক আসাদুল্লাহ সরকার প্রমুখ। 

স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্র দিনাজপুর পৌর সভার সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাবেক শিক্ষক দুর্লভ চন্দ্র রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, প্রাক্তন ছাত্র বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লুৎফুল কবীর বকুল, ছাত্রলীগ নেতা মোসাদ্দেক হোসেন প্রমুখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী