ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে লিগ্যাল এইডের মাধ্যমে ১১৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৪-২৮ ০৪:৫০:৪১

নানা আয়োজনে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামুল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বনার্ঢ্য র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান করা হয় জেলা লিগ্যাল এইড কমিটি ও আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে।

শুক্রবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল করিম। 

এ সময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাডভোকেট অ²য় কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ উপস্থিত ছিলেন। 
বনার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা শেষে বিশেষ ভুমিকা রাখায় আইনজীবী আনোয়ার হোসেন ও আইনজীবী লায়লা আঞ্জুমান আরা ইতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়ের সঞ্চালনায় দিবসের তাৎপর্য ও জেলা লিগ্যাল এইড কার্যক্রম তুলে ধরেন লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ উৎপল ঘোষ। 

লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ উৎপল ঘোষ জানান, ২০০১সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩৭৪১টি মামলার আবেদন করা হয় লিগ্যাল এইড কমিটিতে। এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ১১৭৫টি আর বিচারাধীন রয়েছে ২৫৬৬টি। 

তিনি বলেন, আর্থিক ভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন, অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের ন্যায় বিচারে প্রবেশাধীকার নিশ্চিতের লক্ষ্যে সরকার আইনগত সহায়তা প্রদান করছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী