ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
কালিয়াকৈরে দুই ফার্মেসিকে ৩৫হাজার টাকা জরিমান
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • ২০২৩-০৪-২৭ ০৭:২৪:৪১
গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর কলেজ রোড এলাকায় দুইটি ঔষুধ ফার্মাসিতে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।ঔষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় কাকলি ফার্মাসিকে মেয়াদ উত্তীর্ণ, ভেজাল ঔষুধ ও সরকার অনুমোদনহীন বিদেশি ঔষুধ রাখার জন্য ২০ হাজার টাকা জরিমানা ও অনিক ফার্মেসিকে সরকার অনুমোদনহীন বিদেশে ঔষুধ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন কালিয়াকৈর সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য কুমার গুহ। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট অনিন্দ্য কুমার গুহ জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, আহসান হাবীব সহকারী পরিচালক ওষুধ প্রশাসন গাজীপুর, পেসকার আতিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা। এ সময় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ, সরকার অনুমোদনহীন বিদেশী ও ভেজাল ঔষুধ জব্দ করা হয়। এ অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের সকল ফার্মেসীগুলো বন্ধ করে পালিয়ে যায়।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ