কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো ছাত্রলীগের নেতা কর্মীরা
- নূর আলম, নীলফামারী
-
২০২৩-০৪-২৭ ০৭:২৩:০১
- Print
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নীলফামারীতে প্রান্তিক এক কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বিন্নদিঘী এলাকার কৃষক নূর আলমের জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন নসিবের নেতৃত্বে ৪০জন নেতা কর্মী।
এ সময় কর্তনকৃত জমির ধান ওই কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা।
জেলা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক রাসেদ খান মিলন, পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সেতু, গোড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক চন্দন রায় নিপু অন্যান্যের মধ্যে অংশ নেন।
গোড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক চন্দন রায় নিপু বলেন, ওই কৃষক জমি বর্গা নিয়ে বোরা আবাদ করেছেন। অর্থনৈতিক সংকটের কারণে তিনি ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। আমরা তার পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘরে তুলে দেই।
কৃষক নূর আলম বলেন, ছাত্রলীগের ছেলেরা অনেক উপকার করলো আমার। ধান কাটা খুব জরুরী হয়ে পড়েছিলো এই মুহুর্ত্বে। দল বেধেঁ আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় তারা। ধান কাটতে অনেক টাকা লাগবো সেটি বেঁেচ গেলো।
জানতে চাইলে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন নসিব জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের পরামর্শে নীলফামারীতে প্রান্তিক কৃষকের জমির ধান কেটে দেয়ার উদ্যোগ নেই এবং একজনের ধান কেটে বাড়িতে পৌঁছে দেই আমরা। আরো কয়েক জনের ধান কেটে দেবো আমরা।